ত্রাণ সহায়তা নিয়ে বন্যার্তদের পাশে এবি ব্যাংক

চলমান বন্যা পরিস্থিততে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়াতে এবি ব্যাংক ত্রাণ সহায়তা দিয়েছে। চট্টগ্রামের চান্দগাঁওয়ে ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

এসময় এবি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোরশেদ খান এবং এবি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা ভার্চুয়ালি যোগদান করেন।

বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের সময় তাঁদের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারিক আফজালের নেতৃত্বে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা এবং এলাকার এবি ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তারা।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.