সাংবাদিক হত্যা: শেখ হাসিনাসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা

সাংবাদিক হাসান মাহমুদ ও জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতিকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে হাসান মাহমুদের স্ত্রী ফাতেমা মামলাটির আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি খিলগাঁও থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলার অপর উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান।

অভিযোগে বলা হয়েছে, হাসান মাহমুদ সাংবাদিক হিসেবে কর্মরত থেকে জীবিকা নির্বাহ করতেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৩১ জুলাই রাত দেড়টার দিকে উত্তরার মুগদাপাড়ার বাসা থেকে বের হন তিনি। রাতে আর বাসায় ফেরেননি। খোঁজাখুজির পর পরিবাবের সদস্যরা জানতে পারেন, সাদা পোশাকধারী অজ্ঞাত লোক এবং আরও অজ্ঞাত ৫০-৬০ জন হাসান মাহমুদকে তুলে নিয়ে গেছে। পরে তারা জানতে পারেন, গোড়ান ছাপড়া মসজিদের সামনে পড়ে আছেন হাসান মাহমুদ। উদ্ধার করে ভোর ৫টার দিকে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গণহত্যার অংশ হিসেবে হাসান মাহমুদকে খুন করেছে বলে অভিযোগে উল্লেখ করেন বাদী।

অর্থসূচক/এএকে/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.