পর্তুগালের জনপ্রিয় ফুটবল দল বেনফিকার সঙ্গে পার্টনারশীপ চুক্তি নবায়ন করেছে এমিরেটস। আগামী ২০২৯ সাল পর্যন্ত পাঁচটি সিজনের ক্ষেত্রে নতুন এই পার্টনারশীপ চুক্তি বলবত থাকবে।
২০১৪ সালে বেনফিকার অফিসিয়াল এয়ারলাইন হিসেবে এমিরেটস চুক্তিবদ্ধ হয় এবং পরবর্তীতে চুক্তিটি আরও বিস্তৃতি লাভ করে। বেনফিকার লাল রঙের জার্সির সম্মুখ ভাগে এমিরেটসের ব্র্যান্ডিং স্থান পায়। বর্তমান চুক্তির অধীনে বেনফিকার জার্সিসহ অন্যান্য কীটে এমিরেটসের আপডেটেড “Fly Better” ব্র্যান্ডিং শোভা পাবে।
এমিরেটসের স্পোর্টস স্পন্সরশীপ পোর্টফোলিওতে বিভিন্ন অভিজাত ইউরোপীয় ক্লাব যেমন আরসেনাল, এসি মিলান, রিয়েল মাদ্রিদ অন্তর্ভূক্ত।
পর্তুগালে বেনফিকারের সাথে পার্টনারশীপ ছাড়াও এমিরেটস মিলিনিয়াম এস্টোরিল ওপেনকে স্পন্সর করছে। এটি এয়ারলাইনটি কর্তৃক বিশ্বব্যাপী ৬০টির অধিক এটিপি টেনিস ইভেন্ট স্পন্সরের অন্তর্ভূক্ত।
এমিরেটস বর্তমানে পর্তুগালের রাজধানী লিসবনে ১৪টি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করছে।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.