রাওয়ালপিন্ডিতে আজ শুরু হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজ। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনই বৃষ্টির কবলে পড়েছে দুই দল। সেখানে গত রাতে, এমনকি আজ সকালেও বৃষ্টি হয়েছে।
বাংলাদেশ সময় বেলা ১টায় মাঠ পরিদর্শনের কথা থাকলেও তা এক ঘণ্টা পিছিয়ে দেয়া হয়েছে। ফলে ২টায় অনুষ্ঠিত হতে মাঠ পরিদর্শন। এরপরই জানা যাবে টস ও ম্যাচ শুরুর সময়। মূলত ভেজা আউট ফিল্ডের কারণে টস অনুষ্ঠিত হতে পারেনি নির্দিষ্ট সময়ে। বৃষ্টির কারণে পুরো একটি সেশনও ভেস্তে গেছে। ফলে মাঠে নামার জন্য আরও অপেক্ষায় থাকতে হয় বাংলাদেশ দলকে।
অবশেষে বাংলাদেশ সময় বেলা ৩টায় এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ভেজা মাঠের কারণে পরিত্যক্ত হওয়ার পরও প্রথম দিন ৪৮ ওভারের খেলা হবে।
বাংলাদেশ এই ম্যাচে চমক দেখিয়ে নিজেদের একাদশ সাজিয়েছে। একাদশে জায়গা হয়নি খালেদ আহমেদের। একাদশে আছেন তিন পেসার নাহিদ রানা, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। স্পিনার হিসেবে সাকিব আল হাসানের সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ একাদশ- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.