দরপতনের শীর্ষে ইসলামী ব্যাংক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২১ আগস্ট) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিনের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ইসলামী ব্যাংকের শেয়ার দর কমেছে ২ টাকা ৭০ পয়সা বা ৬ দশমিক ৪৫ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

এদিকে দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা টেকন ড্রাগস লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ৩ শতাংশ কমেছে। আর শেয়ারদর ২ দশমিক ৯৯ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এসিআই ফর্মুলেশন লিমিটেড।

বুধবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- রুপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, লিব্রা ইনফিউশনস লিমিটেড, সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, কোহিনূর কেমিক্যাল কোম্পানি লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও মার্কেন্টাইল ইসলামই০ ইন্স্যুরেন্স পিএলসি।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.