বৃষ্টিতে বিলম্ব বাংলাদেশ ও পাকিস্তানের খেলা

রাওয়ালপিন্ডিতে আজ শুরু হবে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজ। সিরিজের প্রথম টেস্টে ইতোমধ্যেই টস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

যদিও ভেজা আউটফিল্ডের কারণে টস হতে খানিকটা বিলম্ব হচ্ছে। সেখানে গত রাতে, এমনকি আজ সকালেও বৃষ্টি হয়েছে।

পাকিস্তানের মাটিতে এমনিতেই বাংলাদেশের বড় কোনো সাফল্য নেই। সেই সঙ্গে দেশটির বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যানও ভালো নয়। এখনও পর্যন্ত ১৩টি টেস্ট খেললেও এখনও জয়ের দেখা পায়নি বাংলাদেশ।

 

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.