এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মানবন্ধন

চলমান পরিস্থিতিত কারণে এইচএসসির (উচ্চ মাধ্যমিক) অবশিষ্ট পরীক্ষা বাতিলের দাবিতে মানবন্ধন করেছেন শিক্ষার্থীরা। রবিবার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে চার দফা দাবিতে মানববন্ধনে অংশ নেন অর্ধশতাধিক শিক্ষার্থী।

তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা দেওয়ার মানসিকতা নেই। এ জন্য যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে তার আলোকে বাকি পরীক্ষার ফল প্রকাশের দাবি জানাচ্ছি।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- তাদের ওপর জোর করে পরীক্ষা চাপিয়ে দেওয়া যাবে না। এইচএসসি পরীক্ষার্থীরা এখন মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। অনেক পরীক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছেন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্থগিত পরীক্ষা না দিয়ে বিকল্প মূল্যায়নের ব্যবস্থা করতে হবে; নতুন রুটিন অনুযায়ী পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করতে গেলে ডিসেম্বর মাস শেষ হয়ে যাবে। এতে সময়ও অপচয় হবে; বিকল্প মূল্যায়নের ব্যবস্থা করতে হবে। কেননা, কোনও বোর্ড পরীক্ষা পাঁচ-ছয় মাস ধরে চলতে পারে না; অবিলম্বে এইচএসসি পরীক্ষার্থীদের এই দাবি মেনে নিতে হবে।

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়লে জনমনে উদ্বেগ দেখা দেয়। এমন পরিস্থিতিতে ১৬ জুলাই রাতে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরে ১৮ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়। পরিস্থিতির আরও অবনতি হলে ১ আগস্ট পর্যন্ত উচ্চ মাধ্যমিকের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি। পরিস্থিতি স্বাভাবিক হলে ৪ আগস্ট থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আবারও পরীক্ষা স্থগিত করা হয়। বার বার স্থগিতের পর ১১ আগস্ট থেকে নতুন সূচিতে পরীক্ষা শুরুর কথা ছিল। তবে সরকার পতনের পর সহিংসতায় বিভিন্ন পরীক্ষাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রশ্নপত্র পুড়ে গেলে শিক্ষা মন্ত্রণালয় ফের পরীক্ষা স্থগিত করে। সর্বশেষ ১১ সেপ্টেম্বর থেকে অবশিষ্ট পরীক্ষা নেওয়ার জন্য নতুন সূচি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.