শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা

রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় শাহাবুদ্দিন নামে এক অটোরিকশা চালককে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাহা দিবা ছন্দার আদালতে মামলাটির আবেদন করেন মো. আবুল কামাল নামে এক ব্যক্তি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শেরেবাংলা নগর থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলার অপর আসামিরা হলেন- সাবেক সেতু ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত আইজিপি ও র‌্যাবের সাবে মহাপরিচালক হারুন অর-রশীদ, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

বাদী পক্ষের আইনজীবী মো. লিটন মিয়া এ তথ্য জানান।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনে সমগ্র বাংলাদেশে অসংখ্য ছাত্র-জনতা পুলিশের গুলিতে হতাহত হন। এরই ধারাবাহিকতায় গত ৫ আগস্ট সন্ধ্যা অনুমান ৭টা ১৫ মিনিটের দিকে শাহাবুদ্দিন তার পরিবারের সদস্যদের জন্য খাবার আনতে গিয়ে শেরেবাংলা নগর থানার সামনে পশ্চিম আগারগাঁও চৌরাস্তায় ওঠার সময় তার মাথায় গুলিবিদ্ধ হয়। আশেপাশের লোকজন উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুতির পর এ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে চারটি হত্যা মামলা এবং একটি অপহরণের মামলা দায়ের করা হয়েছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.