আদালতে সালমান এফ রহমান-আনিসুল হক

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ১০ দিনের রিমান্ড শুনানি উপলক্ষে আদালতে হাজির করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগে মামলা করা হয়ে তাঁদের বীরুধে। এ মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

বুধবার (১৪ আগস্ট) বিকেল ৬টা ২৪ মিনিটের দিকে পুলিশের প্রিজনভ্যানে করে বিশেষ নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। কড়া পাহারায় তাঁদের আদালতে তোলা হয়। এ সময় বিক্ষভকারীরা ভুয়া-ভুয়া, সালমান-আনিসের দুই গালে জুতা মারো তালে তালে’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এদিকে, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং কোট প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা আদালতে উপস্থিত রয়েছে। অপরদিকে আদালতে বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষোভ করছেন ও তাদের হাতে ডিম দেখা গেছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতা-মন্ত্রীরা গা ঢাকা দেন। এছাড়া, ঢাকার শাহজালাল বিমানবন্দরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটকে দেওয়া হয়।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.