জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।
বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে সোমবার (১২ আগস্ট) মুনীমকে অপসারণের দাবীতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন প্রতিষ্ঠানটির নন-ক্যাডার কর্মকর্তা ও তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীদের একটি অংশ।
সূত্র জানিয়েছে, এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর আর এনবিআর কার্যালয়ে আসেননি।
এনবিআর চেয়ারম্যান বর্তমানে চুক্তিভিত্তিক দায়িত্বপালন করছেন। গত সরকার একাধিকবার তার চুক্তি নবায়ন করেছে।
অর্থসূচক/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.