চাকরি হারালেন শাকিল ও ফারজানা

একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত হয়েছেন প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রুপা।

বুধবার (১৪ আগস্ট) একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ৮ আগস্ট এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

সেখানে বলা হয়েছে, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযাী ৮ আগস্ট ২০২৪ থেকে শাকিল আহমেদ-হেড অফ নিউজ, ফারজানা রুপা- প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকাকে চাকুরি থেকে অব্যহতি দেয়া হলো।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.