দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১১ আগস্ট) বাজিমাত দিয়ে শুরু করেছে। প্রথম দেড় ঘণ্টায় লেনদেন করেছে ১ হাজার কোটিরও বেশি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন সকাল ১১ টা ৩০ মিনিটে ডিএসই’র প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২০৬ দশমিক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৩১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৩৩ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০৮ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ৯৩ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২৬ পয়েন্টে দাড়িয়েছে।
আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১০০১ কোটি ২৫ লাখ টাকা।
আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩১৩ টির, কমেছে ৭০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫ টি কোম্পানির শেয়ারের দর।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.