বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে বিক্ষোভসহ অবস্থান কর্মসূচি পালন করছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষকরাও এই কর্মসূচিতে একাত্মতা পোষণ করে অংশ নেন।
শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কলেজ গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভসহ এই অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান তারা। বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন কর্মসূচি পালনেরও ঘোষণা দেন।
এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ময়মনসিংহ নগরীর টাউন হল চত্বরে একত্রিত হয়ে মিছিল সমাবেশ করছে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.