আরও ২২৮ জনকে গ্রেফতার করেছে ডিএমপি

রাজধানীসহ সারা দেশে কোটা সংস্কার আন্দোলনের সময় সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় গত ২৪ ঘণ্টায় আরও ২২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর আগে গ্রেফতারের সংখ্যা ছিল ২ হাজার ৫৩৬। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৬৪ জন।

রবিবার (২৮ জুলাই) দুপুরে ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় এ তথ্য জানান।

তিনি বলেন, সহিংসতা-নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এখন পর্যন্ত সহিংসতার ঘটনায় মামলা হয়েছে ২২৯টি। এসব মামলায় ২ হাজার ৭৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.