দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৮৬টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে টেকনো ড্রাগস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৫ জুলাই) ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৮৭ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে অগ্নি সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ৪ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৮৫ শতাংশ।
দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- মিডল্যান্ড ব্যাংক পিএলসি, বিডিকম অনলাইন, ই-জেনারেশন, ফার্মা এইডস, আফতাব অটো, আমরা নেটওয়ার্ক, এনআরবি ব্যাংক লিমিটেড।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.