নেপালে ১৯ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় সুরিয়া এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।

বুধবার (২৪ জুলাই) নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে মুখপাত্র প্রেমনাথ ঠাকুর জানিয়েছেন, পোখারাগামী উড়োজাহাজটিতে ক্রুসহ ১৯ জন আরোহী ছিলেন।

কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দরে ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.