কারফিউ শিথিলে দূরপাল্লার বাস চলবে

কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে টানা তিন দিন বন্ধ থাকার পর দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। গতকাল দেশের কোথাও সংঘাত-সহিংসতার তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি বিবেচনায় চলমান কারফিউ শিথিল করেছে সরকার। এদিকে দেশে কারফিউ শিথিল থাকা অবস্থায় দূরপাল্লার বাস চলাচল করবে। যে সময়টুকু কারফিউ শিথিল থাকবে শুধু সেই সময়ে দূরপাল্লার বাস চলবে।

বুধবার (২৪ জুলাই) এ তথ্য জানান সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

খন্দকার এনায়েত উল্যাহ জানান, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। ফলে এ সময় দূরপাল্লার বাস চলবে। আর অভ্যন্তরীণ রুটের বাস কোম্পানিগুলো চাইলে কারফিউর নিয়ম মেনে চালাতে পারবে বলেও জানান তিনি।

এদিকে সকাল থেকে রাজধানী ও আশপাশের এলাকায় সীমিত পরিসরে বাস চলাচল করতে দেখা গেছে। তবে বাসের সংখ্যা ছিল স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম। ফলে বাসগুলোতে ছিল যাত্রীদের উপচেপড়া ভিড়।

এ ছাড়া বন্ধ থাকা যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে আজ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। রেল কর্তৃপক্ষ জানায়, মালবাহী ও তেলবাহী ট্রেন চালু আছে। তবে আন্তঃনগরসহ যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে আজ সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে সরকার গত শুক্রবার (১৯ জুলাই) রাত থেকে সারা দেশে কারফিউ জারি করে। এছাড়া গত রোববার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত তিন দিন সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

দেশব্যাপী চলমান কারফিউ নিয়ে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার (২৪ ও ২৫ জুলাই) ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ চলবে। তবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.