নরসিংদীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে আরও ১ জন নিহত

নরসিংদী সদর উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ইমন আহমেদ (২২) নামে আরও একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নরসিংদী সদর হাসপাতালের আরএমও মো. মাহমুদুল কবির বাশার গণমাধ্যমে জানান, নিহত ইমনের গায়ে রাবার বুলেটের চিহ্ন আছে। তার বাড়ি সদর উপজেলার পলাশ থানায়।

এর আগে আজ বিকেল ৫টার দিকে সদর উপজেলার ভেলানগর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে তাহমিদ তামিম (১৫) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়।

আজ বিকেল সোয়া ৩টায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে নরসিংদীতে পুলিশের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ৫০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.