কোটা সংস্কারের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাবে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। এ সময় পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এতে মিরপুর রোডে যানবাহনে বন্ধ হয়ে গেছে।
এর আগে নিউ মার্কেট, ঢাকা কলেজ, এলিফ্যান্ট রোডসহ আশপাশের এলাকা বেশ শান্ত থাকলেও ১১টার পর সায়েন্সল্যাবে অবস্থান নেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। এর বেশ কিছুক্ষণ পর আন্দোলনকারীরা ছোট ছোট দলে এসে সেখানে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। তবে পুলিশের অ্যাকশনে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। দুপুরের দিকে আরও আন্দোলনকারীরা তাদের সঙ্গে যোগ দিলে এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করেন।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.