টাঙ্গাইলে কোটা আন্দোলনে গুলিবিদ্ধসহ আহত অনেক
টাঙ্গাইল শহরের বিভিন্ন পথ ও মহাসড়কে কোটা সংস্কার নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। এ সময় শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়েছে পুলিশ। এতে আহত হয়েছেন অনেকে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরের দিকে জেলার পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রেসক্লাবের সামনে জড়ো হন আন্দোলনকারীরা।
জানা গেছে, বেলা ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করতে বিক্ষোভ নিয়ে যাচ্ছিলেন শিক্ষার্থীরা। পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় গেলে তাদের ওপর টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। এতে কয়েকজন শিক্ষার্থী গুলিবিদ্ধসহ অনেকে আহত হয়েছেন।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.