যাত্রাবাড়ীতে ফের পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশের সঙ্গে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ফের সংঘর্ষ শুরু হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছে। এ সময় পুলিশের গুলিতে দুই পথচারী গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয় জানিয়েছে পুলিশ।

এর আগে বুধবার সন্ধ্যার পর এ এলাকায় শিক্ষার্থী ও পুলিশের পাল্টাপাল্টি সংঘর্ষ চলে। একপর্যায়ে বিক্ষুব্ধরা মেয়র হানিফ ফ্লাইওভারের কাজলা অংশের টোলপ্লাজায় আগুন ধরিয়ে দেন। পরে রাত সোয়া ৩টার দিকে পুলিশ-র‍্যাব-বিজিবির যৌথ টহলের পর যাত্রাবাড়ী-শনিরআখড়া এলাকায় যান চলাচল শুরু হয়।

পরে সকালে ফের তা দখলে নেয় আন্দোলনকারীরা। বর্তমানে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ আছে।
এ এলাকায় দফায় দফায় সংঘর্ষে গত রাতে দুই বছরের এক শিশুসহ অন্তত ৬ জন গুলিবিদ্ধ হয়েছে এবং একজন নিহত হয়েছেন।

এদিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এছাড়া পুলিশ, র‍্যাব ও আনসারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.