ইসরাইলের বর্বর সেনারা দক্ষিণ এবং মধ্য গাজার নিরাপদ অঞ্চলে নতুন করে চালানো আগ্রাসনে অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণাল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, খান ইউনুস শহরের উদ্বাস্তু জনগণের ওপর ইসরাইলি সেনারা হামলা চালালে অন্তত ১৭ জন ফিলিস্তিনি নিহত হন। এসব মানুষ ঘরবাড়ি থেকে উদ্বাস্তু হয়ে কোনমতে খোলা আকাশের নিচে তাঁবু খাটিয়ে বেঁচে থাকার চেষ্টা করছিলেন। এই হামলায় অন্তত ২৪ ফিলিস্তিনি আহত হয়েছেন। খান ইউনুস শহরের নিরাপদ অঞ্চলে যে সমস্ত মানুষ নিহত হয়েছেন তার মধ্যে এক পরিবারের দুটি শিশুসহ চারজন রয়েছেন।
এদিকে, মধ্য গাজার ঐতিহাসিক নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় অন্তত ২৩ জন ফিলিস্তিনি নিহত ও ৭৩ জন আহত হয়েছেন। সেখানে ইসরাইলি বিমান হামলায় জাতিসংঘ পরিচালিত আল-রাজি স্কুলটি বিধ্বস্ত হয়। স্কুলটিতে উদ্বাস্তু ফিলিস্তিনিরা অবস্থান করছিলেন।
ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতি জানিয়েছে, সাংবাদিক মোহাম্মদ মিশমিশ এবং তার ছেলে এই হামলায় নিহত হন। মিশমিশের নিহতের মধ্য দিয়ে গাজায় ইসরাইলি সেনাদের আগ্রাসনে এ পর্যন্ত ১৬০ জন সাংবাদিক নিহত হলেন।
এ ছাড়া গতকাল দিনের শেষে গাজা উপত্যকার রাফাহ শহরে ইসরাইলি সেনারা হামলা চালায় এবং এতে অন্তত পাঁচজন নিহত হন। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.