কোটা সংস্কার: শিক্ষার্থীদের পাশে ২ ক্রিকেটার

চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে মুখ খুলেছেন জাতীয় দলের দুই ক্রিকেটার তাওহিদ হৃদয় ও শরিফুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে শিক্ষার্থীদের পাশে থাকার বার্তা দিয়েছেন তারা।

মঙ্গলবার (১৬ জুলাই) দুজনেই নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাংলাদেশি ব্যাটার হৃদয় লেখেন– ‘সবকিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি। আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি, আর রক্তাক্ত না হোক।’

পেসার শরিফুল ইসলাম সবাইকে সালাম জানিয়ে তার বার্তায় লিখেছেন– ‘আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র। আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক।’ শেষে হৃদয় ভাঙার দুটি ইমোজি দিয়েছেন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.