কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) আপগ্রেডেশনের জন্য আইএফআইসি ব্যাংকের ব্যাংকিং সেবাগুলো বৃহস্পতির বন্ধ থাকবে। এদিন ব্যাংকটির গ্রাহকরা কোনো ধরনের লেনদেন করতে পারবেন না।
রোববার (১৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়, কোর ব্যাংকিং সলিউশন (সিবিএস) আপগ্রেডের কাজ সম্পন্ন করার উদ্দেশ্যে আগামী বৃহস্পতিবার (১৮ জুলাই) আইএফআইসি ব্যাংকের সকল ব্যাংকিং কার্যক্রম সাময়িক বিরতি রাখার বিষয়ে ব্যাংকটির আবেদনে সম্মতি প্রদান করা হয়েছে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
অর্থসূচক/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.