বিপুল সমরাস্ত্র নিয়ে ইসরাইলে অবতরণ করেছে ১০ মার্কিন বিমান

মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মার্কিন সরকার ৫০০ পাউন্ড বা ২২৭ কেজি ওজনের বোমা পাঠাবে ইসরাইলের কাছে। এইসব বোমা ইসরাইলে পাঠানোর কাজ শুরু হয়ে গেছে, আগামী কয়েক সপ্তা’র মধ্যে সেসব অধিকৃত ফিলিস্তিনে পৌঁছে যাবে।

কিছুকাল আগে ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে আল মায়াদিন টেলিভিশন জানিয়েছিল দশটি মার্কিন পরিবহন বিমান বিপুল সমরাস্ত্র নিয়ে অধিকৃত ফিলিস্তিনে অবতরণ করেছে।

মার্কিন সরকার গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেলঅবিবে সামরিক সাহায্য ও রসদ পাঠাতে মোটেও বিলম্ব করেনি। আর তাই বিশ্ব-সমাজ ওয়াশিংটনকে গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি গণহত্যা বা জাতিগত শুদ্ধি-অভিযানের শরিক বলে দায়ি করছে।

ইসরাইল গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা ও পশ্চিম তীরে মজলুম ও প্রতিরক্ষাহীন ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়ে যাচ্ছে। ইসরাইলি বর্বরতায় এ পর্যন্ত গাজায় ৩৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত ও ৮৭ হাজারেরও বেশি আহত হয়েছে।

ইসরাইলের অস্তিত্ব গড়ে ওঠে ১৯১৭ সালে উপনিবেশবাদী ব্রিটেনের ব্যালফোর নামক ঘোষণার আলোকে এবং বিশ্বের নানা অঞ্চল থেকে ইহুদিদেরকে ফিলিস্তিনে অভিবাসন করতে উৎসাহ যুগিয়ে। ১৯৪৮ সালে ইসরাইল তার অস্তিত্ব ঘোষণা করে। সেই থেকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যার এবং গোটা ফিলিস্তিনের ভূখণ্ডগুলোকে দখলে নেয়ার নানা ষড়যন্ত্র বাস্তবায়নের পদক্ষেপ নেয়া হয়েছে। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.