সাম্প্রতিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর, খালেদা জিয়ার স্বাস্থ্য ও সাম্প্রতিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। এতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন।
রবিবার (৩০ জুন) বিকেল ৩টায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হবে বলে জানান বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফর, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য, বাজেটসহ রাজনীতির সার্বিক বিষয়ে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন।
অথসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.