অংশীজনের অংশগ্রহণে আইসিবির সভা অনুষ্ঠিত

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও এর তিনটি সাবসিডিয়ারি কোম্পানির (আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি) অংশীজনের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাটি মঙ্গলবার (২৬ জুন) আইসিবি প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন, সাবসিডিয়ারি কোম্পানিসমূহের প্রধান নির্বাহী কর্মকর্তাগণ, মহাব্যবস্থাপকগণ এবং সংশ্লিষ্ট কর্মচারীসহ আইসিবি ও সাবসিডিয়ারি কোম্পানিসমূহের সেবাগ্রহণকারী গ্রাহক ও অন্যান্য অংশীজন উক্ত সভায় অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত অংশীজন পুঁজিবাজার উন্নয়ন ও আইসিবির গ্রাহকসেবা বিষয়ে তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.