উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জ নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডসের আদালতে দোষ স্বীকার করে মুক্তি পেলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে তার এই সমঝোতাই হয়েছিল। এর ফলে দীর্ঘদিন ধরে চলা এক আইনি লড়াই শেষ হলো।
আদালতে আসাঞ্জ স্বীকার করে নেন, গোপনীয় সামরিক নথিপ্রকাশের দায়ে তিনি দোষী। বিচারক তার কাছ থেকে জানতে চান, তিনি দোষ স্বীকার করছেন কিনা। আসাঞ্জ বলেন, তিনি দোষ স্বীকার করছেন। বিচারক জানান, ‘এরপর আপনি এই আদালতকক্ষ থেকে একজন মুক্ত মানুষ হিসাবে বেরোবেন।’
সমঝোতা অনুযায়ী, আসাঞ্জের ৬২ মাসের কারাদণ্ড হবে। এই পুরো সময়টা তিনি যুক্তরাজ্যের জেলে কাটিয়েছেন। তাই তিনি মুক্তি পাবেন এবং অস্ট্রেলিয়া ফিরে যাবেন। আসাঞ্জ আগাম অনুমতি ছাড়া কখনো যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন না।
আসাঞ্জের আইনজীবী জেন রবিনসন জানিয়েছেন, ‘আজ ঐতিহাসিক দিন। ১৪ বছর ধরে চলা আইনি লড়াই শেষ হলো।’
আসাঞ্জের আরেক আইনজীবী ব্যারি পোলক বলেছেন, ‘আসাঞ্জকে যেভাবে শাস্তি দেয়া হয়েছিল, তা গুপ্তচর আইনের একশ বছরের ইতিহাসে আগে কখনো হয়নি। যুক্তরাষ্ট্র এভাবে কোনো সাংবাদিক ও প্রকাশকের বিরুদ্ধে তা ব্যবহার করেনি।’
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এই ঘটনাকে স্বাগত জানিয়েছেন।
আসাঞ্জের বিরুদ্ধে আমেরিকার অনেকগুলি আদালতে গুপ্তচর আইনে মামলা করা হয়েছিল। সমঝোতা অনুসারে, আসাঞ্জ দোষ স্বীকার করার পর তার বিরুদ্ধে ১৭টি মামলা তুলে নেয়া হলো। সূত্র: ডিডাব্লিউ, এপি, এএফপি, রয়টার্স
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.