সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৬ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৩৮ দশমিক ০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৭৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস সূচক ১১ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬০ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ১৯ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯৬ পয়েন্টে দাড়িয়েছে।
আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ১৮০ কোটি ০৯ লাখ টাকা।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৪ টির, কমেছে ৯৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪ টি কোম্পানির শেয়ারের দর।
অর্থসূচক/এমআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.