কেনিয়ায় নতুন আইনের বিরুদ্ধে বিক্ষোভ, নিহত ১০

কেনিয়ার রাজধানী নাইরোবিতে নতুন একটি আর্থিক বিলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। এই বিলের মাধ্যমে ট্যাক্স বাড়ানো হয়েছে। যার কারণে দেশজুড়েই বিক্ষোভ হচ্ছে। এতে এ পর্যন্ত অন্তত ১০ জন বিক্ষোভকারী নিহত হয়েছে এবং আহত হয়েছে বেশ কিছু মানুষ।

বিক্ষোভের সময় দেশটির সংসদ ভবন প্রাঙ্গণে প্রবেশ করেছে বিক্ষোভকারীরা। সংসদ ভবনের একটি অংশে আগুনও দেখা যায়। যদিও পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিতে চেষ্টা চালাচ্ছে। খবর বিবিসি।

একজন প্যারামেডিক ভিভিয়ান আচিস্তা জানিয়েছেন, অন্তত ১০ জনকে গুলি করে হত্যা করা হয়েছে।

আরও একজন প্যারামেডিক রিচার্ড এনগুমো বলেছেন, পুলিশের গুলিতে ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। তিনি সংসদের বাইরে আহত দুই বিক্ষোভকারীকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যান বলে জানিয়েছেন।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ করছে পুলিশ। বিক্ষোভ চলার সময় গুলির শব্দ শোনা গেছে।

পার্লামেন্টের ভিতরে ও বাইরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ লড়াই চালিয়ে যাওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে। অ্যাম্বুলেন্সগুলিকে রাস্তা থেকে আহতদের নিয়ে যেতে দেখা যায়।

মূলত বিতর্কিত বিলটি পাসের পরই সংসদ ভবন প্রাঙ্গণে ঢুকে পরে বিক্ষোভকারীরা। এ সময় সংসদ সদস্যরা বেসমেন্টে আশ্রয় নেন। গত সপ্তাহে বিলের কিছু বিষয়ে যদিও সংশোধন করা হয়েছে। তবে পুরো বিলই বাতিল চায় কেনিয়ার নাগরিকরা।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.