দরবৃদ্ধি শীর্ষে প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৫ জুন) ডিএসইতে প্রাইম ব্যাংকের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ড। কোম্পানিটির শেয়ারদর ১ টাকা বা ৯ দশমিক ৯০ শতাংশ বেড়েছে। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা সিকদার ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ২ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৮১ শতাংশ।

দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- গ্লোবাল হেভি কেমিক্যাল, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, আইএফআইএল ইসলামীক মিউচুয়াল ফান্ড-১’, আইসিবি, এটলাস বাংলাদেশ, ফনিক্স ফাইন্যান্স এবং কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

 

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.