গাজার স্বাস্থ্যসেবার ‘স্তম্ভ’ জাফরাওয়িকে হত্যা করেছে ইসরাইল

অবরুদ্ধ গাজা উপত্যকার অ্যাম্বুলেন্স ও জরুরি পরিসেবা বিভাগের পরিচালক হানি জাফরাওয়িকে হত্যা করেছে ইসরাইল। তিনি সোমবার গাজা সিটির আল-দার্জ ক্লিনিকে ইসরাইলি বোমাবর্ষণে নিহত হন।

ওই বর্বরোচিত হামলায় হানি জাফরাওয়ির সঙ্গে আরেকজন স্বাস্থ্যকর্মীও নিহত হয়েছেন। জরুরি পরিসেবা বিভাগের এই প্রধানকে গাজার স্বাস্থ্যসেবা বিভাগের ‘স্তম্ভ’ বলে অভিহিত করা হতো। তাকে নিয়ে ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় ৫০০ জন চিকিৎসা কর্মীকে হত্যা করল দখলদার ইসরাইল।

মানবতার শত্রু ইসরাইলি সেনারা সোমবার দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে একটি ত্রাণবাহী বহরেও বিমান হামলা চালিয়েছে। ওই হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

পশ্চিম গাজার শাতি শরণার্থী শিবিরের কাছে দখলদার বাহিনীর আরেকটি বিমান হামলায় তিন ফিলিস্তিনি নিহত হন। ওই শিবিরের প্রধান ত্রাণভাণ্ডারের কাছে একটি ত্রাণবাহী বহরে হামলাটি চালানো হয়।

এদিকে, জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক ত্রাণ সংস্থা ‘আনরোয়া’র প্রধান ফিলিপ লাজ্জারিনি আবারও গাজায় ইসরাইলি ভয়াবহ গণহত্যার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ১৯৪৮ সালের নাকবা বিপর্যয়ের পর বর্তমানে ফিলিস্তিনিরা সবচেয়ে বড় হত্যাযজ্ঞের শিকার হচ্ছে। গাজাবাসী খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র অভাবে ভুগছে বলেও তিনি সতর্ক করে দিয়েছেন।

গাজা উপত্যকায় গত প্রায় নয় মাসের আগ্রাসনে প্রায় ৩৮ হাজার ফিলিস্তিনিকে নির্বিচারে হত্যা করেছে ইসরাইল। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.