হৃদয়কে ফেরালেন রশিদ

২০ ওভার বিবেচনায় লক্ষ্যটা খুব বেশি কঠিন নয় বাংলাদেশের জন্য। তবে সেমিফাইনালে যেতে হলে বিভিন্ন সমীকরণ মিলিয়ে ১৩ ওভারের মধ্যে জিততে হবে টাইগারদের। এমন অবস্থান নাভিন উল হকের প্রথম ওভারে চার ও ছক্কা মেরে ইতিবাচক শুরু এনে দিয়েছেন লিটন দাস। তবে পরের ওভারেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। ফজলহক ফারুকির অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা ডেলিভারিতে লেগ বিফোর উইকেট হয়েছেন তানজিদ হাসান তামিম। তবে নিজের রানের খাতা খুলতে পারেননি তিনি।

বিশ্বকাপের এবারের আসরে তৃতীয় ডাক মারলেন বাঁহাতি এই ওপেনার। তিনে নেমে সুবিধা করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। দ্রুত রান তোলার তাড়নায় শুরু থেকেই তাড়াহুড়ো করছিলেন বাংলাদেশের অধিনায়ক। যার ফলে নিজের উইকেট দিয়ে ফিরতে হয়েছে তাকে। নাভিন উল হকের গুড লেংথ ডেলিভারিতে ঘুরিয়ে মিড উইকেট দিয়ে খেলতে গিয়ে মোহাম্মদ নবির হাতে ক্যাচ দিয়েছেন শান্ত। বাঁহাতি এই ব্যাটারের ব্যাট থেকে এসেছে ৫ রান। ঠিক পরের বলে গোল্ডেন ডাক মেরে আউট হয়েছেন সাকিব আল হাসানও।

ডানহাতি পেসারের গুড লেংথ ডেলিভারিতে ঘুরিয়ে খেলতে গিয়ে লিডিং এজ হয়েছেন তিনি। নিজের বলে নিজে ক্যাচ নিয়ে সাকিবকে ফিরিয়েছেন নাভিন। বৃষ্টি শেষে আবারও খেলা শুরু হওয়ার একটু পরই উইকেট হারায় বাংলাদেশ। রশিদ খানের শর্ট লেংথ ডেলিভারিতে জায়গায় দাঁড়িয়ে লেগ সাইডে পুশ করার চেষ্টায় বলের লাইন মিস করেছেন সৌম্য সরকার। বাঁহাতি এই ব্যাটারকে ফিরতে হয় মাত্র ১০ রানে। ব্যাটিংয়ে নেমে শুরুতেই জীবন পেয়েছেন তাওহীদ হৃদয়।

মোহাম্মদ নবির বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়েছিলেন তিনি। তবে খানিকটা দৌড়ে এসেও সেটা লুফে নিতে পারেননি ফজলহক। যদিও বেশিক্ষণ টিকতে পারেননি হৃদয়। রশিদের বলে স্লগ সুইপ করতে গিয়ে ইব্রাহিম জাদরানের হাতে ক্যাচ দিয়েছেন ১৪ রান করা এই ব্যাটার।

বাংলাদেশের সেমি ফাইনালে যাওয়ার স্বপ্ন নির্ভর করছে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের ওপর। সেই সঙ্গে আফগানিস্তান ও অস্ট্রেলিয়ারও সেমি ফাইনালে যাওয়ার সমীকরণ নির্ভর করছে। এমন ম্যাচেই আফগানিস্তানকে ১১৫ রানে আটকে দিয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে যেতে হলে ১২.১ ওভারে জিততে হবে টাইগারদের। তবে ১২.৫ ওভারে স্কোর লেভেল হলে তখন ছক্কা মেরে জিততে পারলেও সেমিতে যেতে পারবে বাংলাদেশ।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.