ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে ইসরাইলসেনারা তাদের আগ্রাসন জোরদার করেছে। গত দুদিনে সেখানে ব্যাপকভাবে বেসামরিক নাগরিক হতাহত করার পর ইসরাইলি সেনারা রাফাহ শহরের উত্তর-পশ্চিম ও দক্ষিণের উদ্বাস্তু শিবিরগুলো ট্যাংক দিয়ে ঘেরাও করেছে।
রাফাহ শহরের মাওয়াসি এলাকায় সেনাদের সঙ্গে ফিলিস্তিনি যোদ্ধাদের প্রচণ্ড লড়াই হয়েছে। ওই এলাকা থেকে ফিলিস্তিনি যোদ্ধাদের সম্পূর্ণভাবে নির্মূল করার চেষ্টা করছে দখলদার সেনারা। এ অবস্থায় ওই এলাকা থেকে সাধারণ লোকজন শহরের দিকে চলে যাওয়ার চেষ্টা করছেন।
রাফার সাধারণ লোকজন জানিয়েছেন, সাম্প্রতিক দিনগুলোতে ইসরাইলি সেনারা পশ্চিম এবং উত্তর রাফায় ব্যাপকভাবে আগ্রাসন চালিয়েছে এবং বহু ঘর-বাড়ি উড়িয়ে দিয়েছে। রোববারের আগ্রাসনে অন্তত আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এদিকে, হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলন জানিয়েছে, তাদের যোদ্ধারা রাফাহ শহরে ট্যাংক বিধ্বংসী রকেট এবং মর্টার শেল দিয়ে ইসরাইলি সেনাদের ওপর হামলা চালিয়েছে। এ ছাড়া, পূর্ব-পরিকল্পিতভাবে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.