সূচক ও লেনদেনের উর্ধমুখী ধারায় প্রথম ঘণ্টা

মূল্যসূচকের উর্ধমুখী ধারায় চলছে সপ্তাহের শেষ দিনের লেনদেন। গতকালের মত বৃহস্পতিবারও (২০ জুন) প্রথম এক ঘণ্টার লেনদেনে বিনিয়োগকারীদের কিছুটা স্বস্তি দিয়েছে বাজার। এ সময়ে বাজারে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। আর সব মূল্যসূচকই ছিল কিছুটা উর্ধমুখী। আজ লেনদেনের গতিও গতকালের চেয়ে বেশি।

আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১ টা পর্যন্ত ডিএসইতে ১০৭ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল এই সময়ে লেনদেনের পরিমাণ ছিল ৯৮ কোটি ২০ লাখ টাকা।

বেলা ১১টা ১২মিনিটে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬৬ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২৭ দশমিক ৫৪ পয়েন্টে ওঠে আসে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৯ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছিল ১ হাজার ১৪১ দশিমক ১২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৪ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১ হাজার ৮৬৮ দশিমক ৮৯ পয়েন্টে।

ওই সময় পর্যন্ত ডিএসইতে ৩৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৭৫ টির, কমেছে ৫৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮ টির।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.