কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানি বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইল যে আগ্রাসন চালাচ্ছে তা সম্পূর্ণভাবে বন্ধ হতে হবে। সাময়িক পদক্ষেপ নয় বরং অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের এই হত্যাকাণ্ডের স্থায়ী সমাধান হওয়া দরকার।
বুধবার কাতারের রাজধানী দোহায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আব্দুর রহমান আলে সানি। তিনি বলেন, গাজা যুদ্ধ বন্ধের ব্যাপারে আন্তর্জাতিক অঙ্গন থেকে সুস্পষ্ট এবং নিশ্চিন্ত আহ্বান জানানো হয়েছে।
কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সাম্প্রতিক সময়ে এই সংঘাতের পরিবর্তন দেখছি এবং এই যুদ্ধ শেষ করার জন্য একটি স্পষ্ট ও সুদৃঢ় আহ্বান রয়েছে। গাজা যুদ্ধের ন্যায়সংগত সমাধান স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ খুলে দেবে।
সংবাদ সম্মেলনে মার্কন পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সমর্থিত যুদ্ধবিরতি পরিকল্পনার বিষয়ে হামাসের প্রতিক্রিয়া নিয়ে কথা বলেন। তিনি বলেন, ফিলিস্তিনি সংগঠনগুলো এই প্রস্তাবের বিষয়ে কিছু পরির্বতনের অনুরোধ জানিয়েছে যার কিছু সংশোধনী গ্রহণযোগ্য তবে সবগুলো নয়। সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি সই হবে এমন ‘কোনো গ্যারান্টি’ নেই। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর
 
			
 
						

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.