নুসাইরাত শিবিরে গণহত্যা চালাতে মার্কিন ঘাঁট ব্যবহার করে ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবিরে গণহত্যা চালানোর সময় গাজা উপকূলে মার্কিন নির্মিত সামুদ্রিক ঘাঁট ব্যবহার করেছে ইসরাইলি বাহিনী। গাজা উপত্যকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার কথা বলে কিছুদিন আগে মার্কিন সামরিক বাহিনী এই ঘাঁট নির্মাণ করেছিল।

দখলদার সেনারা শনিবার গাজার দেইর আল-বালাহ ও নুসেইরাত এলাকায় ভয়াবহ তাণ্ডব চালায়। তাদের গণহত্যামূলক অভিযানে নিরপরাধ নারী ও শিশুসহ অন্তত ২১০ ফিলিস্তিনি নিহত ও চার শতাধিক মানুষ আহত হন।

ক্র্যাডেল অনলাইন ম্যাগাজিনের তথ্য অনুসারে, নুসেরাইত শিবিরে গণহত্যা চালানোর পর ইসরাইলি সেনারা মার্কিন নির্মিত ঘাঁট ব্যবহার করে ওই এলাকা থেকে বেরিয়ে গেছে।

গাজা উপকূলে এই ঘাঁট নির্মাণের আগে থেকেই হামাস হুঁশিয়ারি উচারণ করে বলে আসছিল, ইসরাইল সেনাদেরকে অস্ত্র সরবরাহ করার জন্য আমেরিকা এই ভাসমান ঘাঁট নির্মাণ করছে। গত মাসে হামাস বলেছিল, অস্ত্র দিয়ে দখলদার ইসরাইলকে সমর্থন দেয়ার জন্য ওয়াশিংটন ঘাঁটটি তৈরি করেছে এবং এই অন্যায় গোপন করার জন্য তারা ত্রাণ সরবরাহের কথা বলছে। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.