ইসরাইলের বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি ইয়েমেনের

ইসরাইলের একটি সামরিক লক্ষ্যবস্তুতে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের সামরিক বাহিনী। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ ঘোষণা দেন।

ইয়েমেনের সামরিক বাহিনী এই প্রথম এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করল। জেনারেল সারি জানান, ‘প্যালেস্টাইন ব্যালিস্টিক মিসাইল’ নামে নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইল অধিকৃত এইলাত বন্দরের একটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে অভিযানের মূল লক্ষ্য অর্জিত হয়েছে।

গত ৭ অক্টোবর থেকে ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে। এর প্রতিবাদে এবং ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের সামরিক বাহিনী ইসরাইলের বিরুদ্ধে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এছাড়া, লোহিত সাগর এবং ভারত মহাসাগর অঞ্চল দিয়ে চলাচলকারী ইসরাইলি জাহাজের ওপরও হামলা চালাচ্ছে ইয়েমেনি সেনারা। এতে ইসরাইলের অর্থনীতি মারাত্মকভাবে চাপের মুখে পড়েছে। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.