এগিয়ে থেকেও অর্ধশতাধিক আসন হারাল বিজেপি

ভারতে লোকসভা নির্বাচন

ভারতের লোকসভা নির্বাচন নিয়ে রাজ্যগুলোতে চলছে হিসেব নিকেষ৷ একদিকে বিজেপি ও এনডিএ জোট এবং অন্যদিকে কংগ্রেসসহ অন্য বেশ কয়েকটি দলের জোট ইন্ডিয়া৷ তবে প্রাথমিক ফলে এগিয়ে বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ। যদিও গতবারের তুলনায় তারা ৫৫টি আসনে পিছিয়ে আছে।

একেবারেই প্রাথমিক গণনার ফল হলো, এনডিএ ২৯১টি আসনে এগিয়ে। বিরোধী ইন্ডিয়া জোট ২১০টি আসনে এগিয়ে। অন্যরা এগিয়ে ২২টি আসনে।

এই প্রাথমিক ফলাফলে উল্লেখযোগ্য প্রবণতা যেটা দেখা যাচ্ছে, তা হলো, এনডিএ গতবারে জেতা ৫৫টি আসনে পিছিয়ে আছে। আর বিরোধী ইন্ডিয়া জোট এমন ৮৩টি আসনে এগিয়ে আছে, যা তারা গতবার হেরেছিল।

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি ১৮টি আসনে এগিয়ে, তৃণমূল এগিয়ে ১৯টি আসনে। কংগ্রেস তিনটি ও সিপিএম একটি আসনে এগিয়ে আছে। উত্তরপ্রদেশে এনডিএ ও ইন্ডিয়ার মধ্যে প্রবল লড়াই হচ্ছে। সেখানে ইন্ডিয়া জোট ৪১টি ও এনডিএ ৩৭টিতে এগিয়ে আছে। যোগী আদিত্যনাথের রাজ্যের প্রাথমিক এগিয়ে পিছিয়ে থাকার প্রবণতা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার।

বিহারে এনডিএ ৩০ ও ইন্ডিয়া ১০টি আসনে, গুজরাটে বিজেপি ২১ ও ইন্ডিয়া পাঁচটি আসনে, মহারাষ্ট্রে এনডিএ ২৫ ও ইউপিএ ১৮ আসনে, রাজস্থানে বিজেপি ১৩ ও ইন্ডিয়া ১০টি আসনে এগিয়ে আছে। রাহুল গান্ধী ওয়ানাড় ও রায়বেরিলি দুইটি আসনেই এগিয়ে, পিছিয়ে আছেন বিজেপি নেত্রী মেনকা গান্ধী।

তবে এনডিটিভির নিউজ দেখাচ্ছে, এনডিএ ২৯২ ও ইন্ডিয়া ২২০ টি আসনে এগিয়ে। অন্যরা এগিয়ে ২৮টি আসনে। সূত্র: ডিডাব্লিউ, এনডিটিভি, পিটিআই, এএনআই

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.