গোপালগঞ্জে বেনজীরের সাভানা ইকো রিসোর্ট বন্ধ ঘোষণা 

অবৈধ সম্পদ অর্জনের দায়ে অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক বন্ধ রাখা হয়েছে।

প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে এক ঘোষণায় বলা হয়েছে, সাময়িক সময়ের জন্য বুকিং নেওয়া বন্ধ রাখা হয়েছে।

রিসোর্টের বুকিং ম্যানেজার মো. সাব্বির বলেন, কর্তৃপক্ষের নির্দেশে বন্ধ রাখা হয়েছে৷ কারিগরি কারণে বন্ধ রাখা হয়েছে।

রিসোর্ট চালু হলে পার্কের ফেসবুক পেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.