সেলেস্টিয়াল সিকিউরিটিজের চেয়ারম্যানের মৃত্যুতে ডিএসইর শোক

সেলেস্টিয়াল সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য মনু মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

রোববার (২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ২২ মে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মরহুমের আত্মার মাগফেরাত কামনার জন্য সকল ট্রেকহোল্ডার এবং শুভাকাঙ্ক্ষীদের প্রার্থনার অনুরোধ জানিয়েছে ডিএসই।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.