আইএফআইসি ব্যাংক পিএলসি এবং বেইজ ক্যাম্প অ্যাডভেঞ্চার্সের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মে) পল্টনের আইএফআইসি টাওয়ারে এই সমঝোতা স্বাক্ষরিত হয়।
এর চুক্তির আওতায়, আইএফআইসি ব্যাংকের কর্মীদের আউটডোর অ্যাকভিটি পার্টনার হিসেবে কাজ করবে বেইজ ক্যাম্প অ্যাডভেঞ্চার্স। এই চুক্তির লক্ষ্য হল বিভিন্ন ধরণের শারীরিক কার্যকলাপ-ভিত্তিক কর্মসূচী প্রদান করা, যেখানে আইএফআইসি ব্যাংকের কর্মীরা বেইজক্যাম্পের অ্যাডভেঞ্চারস লিমিটেডের দেওয়া সমস্ত প্যাকেজ এবং বাসস্থানগুলিতে বিশেষ সুবিধা পাবেন।
আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এন্ড চিফ অব এইচআর অ্যান্ড লজিস্ট্সি কে এ আর এম মোস্তফা কামাল ও বেইজ ক্যাম্প অ্যাডভেঞ্চার্সের ব্যবস্থাপনা পরিচালক তামজিদ সিদ্দিক স্পন্দন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারক হস্তান্তর করেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.