গাজা উপত্যকার ওপর ইসরাইলের নৃশংস গণহত্যার প্রতিবাদে আরেকটি অত্যাধুনিক মার্কিন পাইলটবিহীন বিমান বা ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।
এক বিবৃতিতে তারা বলেছে, দেশটির এয়ার ডিফেন্স ফোর্স বুধবার ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মা’রিব প্রদেশের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনটিতে গুলি চালানো হয়।
এ নিয়ে গত কয়েক দিনের ব্যবধানে ইয়েমেন দ্বিতীয় এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করল। ভারী ও অত্যাধুনিক ড্রোনটি নির্মাণে তিন কোটি মার্কিন ডলার ব্যয় হয়েছে।
ওয়াশিংটন দাবি করে, এই ড্রোন যেকোনো রাডার ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম এবং এটিকে গুলি করে ভূপাতিত করা সম্ভব নয়। তবে গত বছরের নভেম্বর থেকে এখন পর্যন্ত ইয়েমেনের সশস্ত্র বাহিনী এই মডেলের ছয়টি মার্কিন ড্রোন গুলি করে নামিয়েছে।
গত বছরের অক্টোবরে গাজা উপত্যকার ওপর ইসরাইল গণহত্যা শুরু করার এক মাস পর নভেম্বর থেকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে সামরিক অভিযান শুরু করে। প্রতিরোধ অক্ষে যোগদানকারী দেশটি ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে তার সামরিক অভিযান শুরু করে যা এখনও চলছে।
এরপর মার্কিন ও ব্রিটিশ বাহিনী ইসরাইলের সমর্থনে ইয়েমেনের বিরুদ্ধে বিমান হামলা চালালে সানা ঘোষণা দিয়ে ইঙ্গো-মার্কিন লক্ষ্যবস্তুকে তাদের হামলার বৈধ লক্ষ্যে পরিণত করে। বুধবারের বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের সশস্ত্র বাহিনী আল্লাহর ইচ্ছায় ইঙ্গো-মার্কিন আগ্রাসন প্রতিহত করার লক্ষ্যে নিজের সামরিক সক্ষমতা শক্তিশালী করার কাজ অব্যাহত রাখবে।
ইয়েমেনের বিপ্লবী কমিটির চেয়ারম্যান মোহাম্মাদ আলী আল-হুথি আমেরিকার প্রতি তার দেশে আরো বেশি এমকিউ-৯ ড্রোন পাঠানোর আহ্বান জানিয়ে বলেছেন, আমরা এই ড্রোন ভূপাতিত করার বিষয়টিকে উপভোগ করছি। পার্সটুডে
Jemenski Huti oborili još jednu američku bespilotnu letelicu MK-9 "riper"
Američki izviđački i jurišni dron oboren u provinciji Marib. Cena jedne bespilotne letelice je oko trideset miliona dolara, a Jemenci su već oborili najmanje pet letelica.#jemen #huti #amerika pic.twitter.com/2QKCiJlfmw
— RT Balkan (@rtbalkan) May 29, 2024
Jemeńscy Houthi opublikowali materiał filmowy przedstawiający zestrzelenie amerykańskiego szpiegowskiego UAV MQ-9 Reaper nad prowincją Marib
Eksperci sugerują, że Huti używali systemów obrony powietrznej Raad\Tabas lub 3. Khordad\Sevom Khordad z rakietą przeciwlotniczą rodziny… pic.twitter.com/S3C8bHY5YF
— Piotr Panasiuk (@PiotrPanasuk) May 29, 2024
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.