ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনা তদন্তে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল কলকাতায় পৌঁছেছে।
রোববার (২৬ মে) সকাল ১০টার একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে রওনা দেয় প্রতিনিধিদলটি। বাংলাদেশ সময় বেলা ১১টায় দলটি কলকাতায় পৌঁছায় বলে জানা গেছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে দলে আরও দুই সদস্য রয়েছেন। তাঁরা হলেন ওয়ারী বিভাগের ডিসি মো. আব্দুল আহাদ ও এডিসি শাহীদুর রহমান।
এদিকে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার পরই ভারত এবং বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা হারুন অর রশীদের কাছে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। তিনিও এ বিষয়ে তাদের সঙ্গে আলাপ করেছেন।
ডিবি প্রধান হারুন বলেন, আমরা কলকাতায় এসেছি। আমরা এখানকার পুলিশের সহায়তা চাইবো। আমাদের দেশের আসামিরা যেসব তথ্য দিয়েছে আমরা সেসব তথ্য যাচাই-বাছাই করবো। হত্যাকারীদের অ্যাকচুয়াল মোটিভটা কী তা আমরা খুঁজে বের করবো।
ইতিমধ্যে তাঁরা নিউ টাউনের ওয়েস্টিন হোটেলে পৌঁছেছেন। জানা যায়, দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গরের কৃষ্ণমাটি এলাকার বাগজোলা খাল পরিদর্শন করতে পারেন এবং সবশেষে পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডির সঙ্গে বসবেন।
অর্থসূচক/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.