ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি, বইছে দমকা হাওয়া

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে দুপুর ২টা থেকে চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। পাশাপাশি বইছে দমকা হাওয়া। বৃষ্টিপাত আগামী সোমবার (২৭ মে) পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নিম্নচাপটি বর্তমানে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪২৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর।

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলে ঘূর্ণিঝড় (রেমাল) জলোচ্ছ্বাসের আশঙ্কা দেখা দেওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.