ফিলিস্তিনের গাজার রাফা এলাকায় অবিলম্বে অভিযান বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। একই সঙ্গে গাজায় পর্যাপ্ত ত্রাণ প্রবেশ নিশ্চিত করতে উপত্যকাটির দক্ষিণের রাফা ক্রসিং খুলে দিতে ইসরায়েলকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া আইসিজে গাজায় তদন্তকারীদের অবাধ প্রবেশে বাধা না দেওয়ারও নির্দেশ দিয়েছেন।
আইসিজের দেওয়া এসব নির্দেশনা পালনের অগ্রগতির বিষয়ে এক মাসের মধ্যে আইসিজেতে ইসরায়েলকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
শুক্রবার (২৪ মে) নেদারল্যান্ডের দ্যা হেগ শহরে অবস্থিত আইসিজে এসব আদেশ দিয়েছেন।
খবর আল-জাজিরার।
তবে আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতে পারে মর্মে ব্যাপক আলোচনা থাকলেও আইসিজে কোনো পরোয়ানা জারি করেনি। তবে সন্দেহ করা হয়, ইসরায়েলি লবির তৎপরতা ও মার্কিন যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে।
আইসিজের নির্দেশ অনুসারে, রাফায় ইসরায়েলের অভিযান বন্ধের সম্ভাবনা নেই বললেই চলে। যদিও জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতের আদেশ মেনে চলার আইনি বাধ্যবাধকতা রয়েছে সদস্যদেশগুলোর। তবে আদেশ প্রতিপালনে বাধ্য করার জন্য প্রয়োজনীয় জনবল এই আদালতের নেই।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.