অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন রোহিত

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কোয়াডে সুযোগ পাওয়াটাই অনিশ্চিত ছিল রোহিতের জন্যে। কেননা ২০২২ বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে এই ফরম্যাটে খুব বেশি ম্যাচ খেলেননি তিনি। যদিও বিশ্বকাপ দলে আস্থার সঙ্গেই ফেরানো হয়েছে রোহিতকে। এদিকে ব্যাট হাতে আইপিএলে সময়টা ভালো যাচ্ছে রোহিতের। আসরে একটি সেঞ্চুরিসহ ৩৪৯ রান এসেছে তার ব্যাটে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তার পারফরম্যান্সে বেশ খুশি দল।

অবশ্য ভারতের কিছু গণমাধ্যমে দেখা যাচ্ছিল অন্য খবর- এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই এই সংস্করণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে পারেন রোহিত শর্মা। যদিও অবসরের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন রোহিত নিজেই।

রোহিত বলেন, ‘১৭ বছর ধরে (আন্তর্জাতিক ক্রিকেটে) খেলছি, এটা একটা চমৎকার যাত্রা। আমার আশা আরও কয়েক বছর খেলতে পারব এবং বিশ্ব ক্রিকেটে প্রভাব রাখতে পারব। দেশের হয়ে অধিনায়কত্ব করা সবচেয়ে বড় সম্মানের ব্যাপার। কখনোই ভাবিনি আমার জীবনে এমন কিছু আসবে, একদিন আমি নেতৃত্ব দেব। তবে লোকে বলে, ভালো মানুষের সঙ্গে নাকি ভালো কিছুই হয় (হাসি)।’

আইসিসির সব আসরে হট ফেবারিট তকমা নিয়ে মাঠে নামলেও গত ১১ বছর ধরে কোনো বৈশ্বিক শিরোপা জিততে পারেনি ভারত। গত নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে তারা। জুলাইয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও হেরেছে রোহিতের দল। সেবারও প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া।

রোহিত বলেন, ‘ভারতের অধিনায়ক হওয়ার পরই আমি সবাইকে একই পথে পরিচালনা করতে চেয়েছি। আমার মনে হয়, দলীয় খেলাটা এভাবেই খেলা উচিত। এটা ব্যক্তিগত মাইলফলক, ব্যক্তিগত পরিসংখ্যান ও লক্ষ্য পূরণের খেলা নয়। ১১ জন মিলে দলকে কোথায় নিয়ে যেতে পারি; কীভাবে ট্রফি জিততে পারি, সেটাই মুখ্য। আমি আমার জীবনে উত্থানের চেয়ে পতন বেশি দেখেছি। আজ আমি মানুষ হিসেবে যেমন, তা অতীতে পতনের সম্মুখীন হওয়ার কারণেই।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.