‘ব্যাংক খাতে আড়তদার তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক’

ইআরএফে সাংবাদিক নেতারা

তথ্য গোপন করতেই বাংলাদেশ ব্যাংক সাংবাদিকদের প্রবেশে বাধা তৈরি করছে। ব্যাংক খাতে আড়তদার তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। এই আড়তদারদের অনিয়ম গোপন করতে চায় আর্থিক খাতের এই নিয়ন্ত্রক সংস্থা। এটা খুবই দুঃখজনক।

বুধবার ইকোনমিক রিপোর্টার্স ফোরামে (ইআরএফ) আয়োজিত ‘সাংবাদিকদের প্রবেশাধিকারে বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা আরোপ বিষয়ে নেতৃবৃন্দকে অবহিতকরণ’ শীর্ষক আলোচনা সভায় সাংবাদিক নেতারা এসব কথা বলেন।

তারা বলেন, দেশের ব্যাংক খাতে সাম্প্রতিক সময়ে অনিয়ম দুর্নীতি বেড়েছে। কিছু প্রভাবশালী ব্যক্তিরা এসব তথ্য গণমাধ্যমে আসুক সেটা চান না। এতে তারা গোপনে আরও বড় অনিয়ম করতে সুযোগ পাবেন।

সাংবাদিক নেতারা বলেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মিলেমিশে লুটপাট করেছেন কিনা সেটাও খতিয়ে দেখা দরকার। হয় তিনি বড় কোন অনিয়ম করেছেন, অথবা অনিয়ম করতে চান। এক কথায়, পীর আউলিয়া ও দরবেশদের অনিয়মের তথ্য গোপন করতেই সাংবাদিকদের প্রবেশে বাধা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক।

অর্থসূচক/এমএইচ/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.