জাতিসংঘের ফিলিস্তিনি উদ্বাস্তু বিষয়ক সংস্থা আনরোয়া বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরাপদ জোন প্রতিষ্ঠার বিষয়ে ইসরাইল যে দাবি করছে তা মিথ্যা। প্রকৃত সত্য হলো এই যে, যুদ্ধ-বিধ্বস্ত গাজার কোথাও কোনো নিরাপদ এলাকা নেই। গাজার উদ্বাস্তু মানুষের জন্য নিরাপদ জোনের ব্যাপারে ইসরাইল যে দাবি করছে তা মিথ্যা এবং বিভ্রান্তিকর।
সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে সংস্থাটির প্রধান ফিলিপ লজ্জারিনি এসব কথা বলেন।
গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত আকাশ, সমুদ্র এবং স্থল আগ্রাসনের মধ্যদিয়ে দখলার ইসরাইল নির্বিচারে গাজার সাধারণ মানুষের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে এবং এ পর্যন্ত ইসরাইলি হামলায় প্রায় ৩৫ হাজার মানুষ নিহত হয়েছেন।
ইসরাইলি আগ্রাসনের মুখে সমস্ত গাজা থাকে বেশিরভাগ ফিলিস্তিনি যখন ছোট্ট শহর রাফায় আশ্রয় নিয়েছে তখন সেখানে আগ্রাসন শুরু করেছে বর্ণবাদী ইসরাইল। জাতিসংঘের অন্যান্য সংস্থার কর্মকর্তারাও স্বীকার করছেন যে, রাফায় আগ্রাসন শুরুর কারণে প্রকৃতপক্ষে গাজা উপত্যকায় এখন কোথাও কোনো নিরাপদ অঞ্চল আর অবশিষ্ট নেই। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.