আইসিএমএবি’র সাসটেইনেবল ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স ইকোসিস্টেম বিষয়ক ওয়েবিনার

দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজম্যান্ট একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)’র উদ্যোগে ‘সাসটেইনেবল ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স ইকোসিস্টেম’ বিষয়ক ওয়েবিনার গত বৃহস্পতিবার (৯ মে) জুম প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিএমএবি’র প্রেসিডেন্ট, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশ ও ইউনিয়ন ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ সেলিম উদ্দিন।

উক্ত ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি টেকনোলজি মারা, মালেয়শিয়া’র বিজনেস অ্যান্ড ম্যানেজম্যান্ট ফ্যাকাল্টির সহযোগী অধ্যাপক ড. রোহাইনি মুদা এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টেকনোলজি ইউনিভার্সিটি মারা, মালেয়শিয়ার ফ্যাকাল্টি অব অ্যাকাউন্টেন্সির সিনিয়র লেকচারার ড. মুহাম্মদ নাজমুল হক।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুদর রহমান খান। উক্ত ওয়েবিনারে উল্লেখযোগ্য সংখ্যক সিনিয়র ফেলো ও এসোসিয়েট সদস্যগণ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে শিক্ষার্থীবৃন্দ উপস্থিত থেকে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.